Tuesday, October 22, 2024 | 1446 ربيع الثاني 19
National

রাম নবমীর দাঙ্গা মিছিল কেন হয়?

রাম নবমীর দাঙ্গা মিছিল কেন হয়?
 
 
মুফতী মুহাম্মাদ ইমদাদুল্লাহ্ কাসেমী
জানি না কেন সরকার চায় যে বারবার দাঙ্গা হোক । গোয়েন্দাদের ব্যর্থতার প্রমাণ দিতে না পুলিশের অক্ষমতা? হয়ত ক্ষতিপূরণের নামেও কিছু উপার্জন পার্টির ক্যাডার ও ভবঘুরে নেতাদের হয় কিন্ত তার জন্য তো চাকরী পাইয়ে দেওয়ার ইনকাম রয়েছে! কিন্ত তবুও কেন,  নিরীহ মানুষের রক্ত দেখার আর ঘর পোড়ার গন্ধের এমন স্বাদ যার টানে সরকারের পর সরকার পাল্টে যায় কিন্ত এই তামাকের নেশা ছাড়ে না? হনুমান না হয় উৎপাত করে হিন্দু মুসলমান কারো কলাগাছের বাদ বিচার করে না আমার পেয়ারা গাছের পুরো হক তো তারাই উসুল করে! কিন্ত কি করব চুরির মাল আল্লাহর অস্তে বলেই তো মনকে বোধ দিতে হয়। কিন্ত রামের নামে যে সন্ত্রাস রাম নবমীর মিছিলে কেন বারবার হয়? ওরা তো হনুমান নয় যে অমানুষ ও জন্তু জানোয়ার বলে এড়িয়ে যাওয়া হবে! জানি না সর্ষের মধ্যেই ভূত থাকাতেই বারবার ঐ ভূতের উপদ্রব কিনা? আর যদি তাই হয় তাহলে ঐ ভূতগুলোকে আগে সোজা করা সরকারের কর্তব্য। আর তা না হলে ওরা কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা না করে সরকারী ক্যামেরায় শুধু সেলফি তুলতেই থাকবে! এদিকে এলাকার পর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর উর্দি পরা বাবুরা ফটো তুলতেই ব্যস্ত! আপনারাই বলেন " সরকার না চাইলে দাঙ্গা হতে পারে না "। দাঙ্গা মানে? সরকার ব্যর্থ! দাঙ্গা মানে? পুলিশ প্রশাসন ফেল! দাঙ্গা মানে? গোয়েন্দাদের নেটওয়ার্ক জিরো! এই আধুনিক বিশ্বে ক্ষতিগ্রস্ত মানুষের ঢল দেখার জন্য কি দাঙ্গা বড্ড দরকার? তাহলে দেশে আইন তৈরী করে দেশের জনগণকে বলে দিন " দাঙ্গা করা সরকারের গণতান্ত্রিক অধিকার " ! তাতে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হলে হবে, সরকার জনগণের পাশে থাকবে! তা না হলে হনুমান তো আর ভোট দিয়ে সরকার গড়বে না!
Note: