রমযানের ডাক
(মুফতী মুহাম্মাদ ইমদাদুল্লাহ্ কাসেমী )
জীবন্ত জাতি হে ঘুমাও কেন,
তোমাদের ঘুমে বিশ্ব মরে
ঘুম তো তোমাদের কবরে হবে,
সৃষ্টি তোমরা বাঁচার তরে!
বলে এসেছিলে রুহের জগতে,
তুমিই রব প্রভূ হে মহান
দুনিয়ার স্বাদে মত্ত কেমনে,
ঘুম তো হল মৃত্যুর সমান!
মজলুম ডাকে চিৎকার করে,
এড়িয়ে যাই বধির সেজে
আযান হয় দিনে পাঁচ বার,
মসজিদ শূন্য বাজার তেজে!
নামায ছেড়ে ঘুমের বিছানায়,
জীবনটা যেন ঘুমের তরে
কত মানুষ ঐ ঘুমের ঘোরে,
জাগে না আর ওতেই মরে!
রমযান মাসে রোযা কোথায়,
পানাহারের শুধু সময়ের ফের
সবর শোকর কারো দেখা নেই,
বহাল রয়েছে গোনাহের জের!
হালাল হারামের বাছাবাছি নেই,
ইফতার পার্টি হারাম মালে
যাকাতের মঞ্চ সাজছে দেখাতে,
নিচ্ছে ধনী ভিখারির হালে!
ফরয হজ্জে নিজে যায় না,
মা বাপকে পাঠায় নফলে
হজ্জ যদি বা করে ধুমধাম করে,
মজে যায় সেই হারামের কবলে!
হজ্জ হাজী সব বদনাম করে,
লাগাতে থাকে নামেতে হাজী
মূর্খ হয়েও ফতোয়া ঝাড়ে,
বিচার করে যেন মহা কাজী!
জুলুম জোচ্চুরী কিছুই ছাড়ে না,
লোভ যেন আকাশ ছোঁয়া
নেতারা তাকে মঞ্চে তুলে,
দেখায় যেন জিতেছে জুয়া!
ইমানের হাল এতোই করুণ,
যাকে তাকে খোদার আসনে
সম্মানের ভূখা, অর্থের পিপাসী
বদলে যায় সকল শাসনে।
বদলের মাস, রমযান মাস
আলিম হাফিয হোক না ক্বারী
অর্থবান ক্ষমতাবান আর
অপরাধী ছাড়ো দ্বন্দ্ব মারামারি।
সবারই তরে দরজা খোলা
ডাকছে রহমান সবারে
এসো হে পাপী তওবা করে,
ফিরে এসো আপন ঘরে!
Note: